Monday, March 19, 2012

Agent Nati Binodini - Part 2


পরবর্তি স্টেশন ময়দান ঠীক যেন মেট্রোর দরজা টা আমার জন্য ই অপেক্ষা করছিল|এবং ভেতরে ঢুকে বসার জায়েগা ও পেয়েগেলুম|তীন কাপ দার্জিলিং টি-এর পর দুপুরএ ঝিমনর বেপার টা মাথা তে না আনা টাই ভাল, যদিও ক্ষীদে ও পেয়েছিল ভালোরকম| নন্দা বার বার Flury’s এ খাওয়ার কথা বলছিল, কিন্তু আমি-ই না করলুম – প্রথম বারেই একজন অচেনা ক্যান্ডিডেট-এর কাছ থেকে এত সুযোগ নেওয়া টা আমার পুরুষার্থ এর ওপর হয়েত খূব বড় প্রশ্ন| নাকতলা স্টেশন আস্তে মিনিট কুড়ি সময় ছিল প্রায়, তাই ল্যাপটপ টা বার করে সুনীল চ্যাটার্জীর পিএর পাঠান email টা আবার পড়তে লাগলুম – ‘tall, and preferably dusky girls would be great’| এখনো অবধি যে কটা মেয়ে দের সিলেক্ট করছিলুম, নন্দা কে দেখে মনে হল সে ওদের সবার উর্ধে – চেহারা এবং কথা বার্তা দুই তেই| নাহলে সাত সকালে আমাকে চমকে দেওয়ার ক্ষমতা খূব কম লোকে রাখে|

অন্য বড় শহরের তুলনা-এ হয়েত কলকাতা সেই ভাবে ইঁদুর দৌড়ে পেরে ওঠেনি গত বছর দশেকে, তবে যতটুকুনি হয়েছে, তাতে আমার লাভ ই হয়েছে সেটা বলা ভূল হবেনা| এবং জাঁক যমক এর সাথে জঞ্জাল গুলো নতুন নতুন আকার নিয়েছে, সেগুলো কে সরাতে গেলে নতুন ধরনের কায়েদাও লাগে| সেইজন্য একটি সাদামাটা detective agency চালালে টা কোনও দিন ও হবেনা| সেইজন্য একটি মডেল্লিঙ্গ এজেন্সির সাজ নিয়ে নেমেছিলুম বাজারে ছ বছর আগে| আর চারটে লোক হয়েত এই ভাববে যে এই বয়েসে বিয়ে ঠ না করে মেয়েবাজি করে বেরাছে| কিন্তু আসল মেয়েবাজ র যে একেবারে অন্য রকম মুখোশ পড়ে বসে থাকে, সেটা আর কজন জানতে গিয়েছে? আমার কাছে যেয়ে মেয়েগুলো কাজ চাইতে আসে  – তাদের কাজ পাইয়ে দেওয়ার পরিবর্তে আমার কমিশন বলতে শুধু জঞ্জাল গুলো কে জাল এ ফাসিয়ে দেওয়ার রাস্তা টুকু – সে একটা ক্যামেরা ফোনে এ তোলা ছবি ও হতে পারে অথবা একটি HD ভিডিও| কিন্তু আমার ব্যবসা যদি ডিটেক্টিভ এজেন্সি নয়ে – তাহলে আমার ক্লায়েন্ট আসে কোথা থেকে? এবং মেয়ে গুলো কে কী আমি শুধু নিজের স্বার্থেই পথই? দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়েত অনেকটা তাই, তবে আমার কাজ হয়ে যাওয়ার পর আমি প্রায়ে ওদের সবার জন্য আরও বড় এজেন্সি তে কাজ এর ব্যবস্থা করে দি – এবং তাদের সঙ্গে আমার চুক্তি আছে যে তারা ওদের দিকে ভুল চোখে তাকাবার চেষ্টা ও করবেনা – কারণ তাদের মালিক এর মেয়ে কে আমি এরকম-ই একটি জঞ্জাল-এর কাছ থেকে বাচিয়ে ছিলাম – টা সেই কৃতজ্ঞতা বোধ টা ওর রেখেছে|

আর প্রথম প্রশ্ন – আমার ক্লায়েন্ট আসে কোথা থেকে? সত্য তো এই যে তারা আসেনা নিজে থেকে – আমি তাদের খূজে বার করি – খবরের কাগজ এবং TV news থেকে|জঞ্জাল গুলো যখনই নিজের নোংরা হাথ দেয়ে কোনও মেয়ের ওপর, আমার অ্যান্টেনা গুলো যেন নিজের থেকেই ক্লায়েন্ট এর বাড়ি গিয়ে তাদের সাহায্য করতে| আমি কী পাগল যে এই যুগে নিজের সব কিছু ছেড়ে সমাজ এর কল্যাণ করতে চলেছি? তা একটু পাগল বটে, তবে এর পরিবর্তে একেবারে কিছু যে পাইনা তা ঠীক নয়ে, সেই পরিবার গুলোর ভালোবাসা পেয়ে তহ বুঝেছি আপনজন কার হয়ে| ছোট থেকে শুধু বুঝেছি বাবা কাজের পরে বাড়ি না এসে ওই আমার ছাড়া যে কোনও মহিলার কাছে যেত, এবং মা সেটা দিনের পর দিন না সজ্জ করতে পেরে একদিন বঁটি তা একদিন বাবার ডান হাথ-এর ওপর চালিয়ে দিয়েছিলো...

“পরবর্তি স্টেশন গীতাঞ্জলি” তীন কাপ চা খাওয়া সত্তেও প্রায়ে ঝিমিয়ে পড়েছিলুম| কোনরকমে ল্যাপটপ টাকে বন্ধ করে স্টেশন এ নেমে তাড়াতাড়ি বাড়ি দিকে হাঁটা দিলুম| একবার মনে হল হয়েত কেউ আমায়ে ফলো করছে, তারপর ভাবলাম “না, ক্ষীদে তা বেশি- পেয়েছে মনে হয়ে” বাড়ি পৌছে মাইক্রোওয়েভ এ আগে কর দিন-এর ফ্রায়েড রাইস তা গরম করতে করতে ল্যাপটপ এ সুনীল চ্যাটার্জীর ওপর Google সার্চ কঢ়্লুম, এবং রেজাল্ট গুলো প্রায়ে সব ই চোখ এড়িয়ে যাচ্ছিল, শুধু কয়েক মাস আগে তার একটা শো-এর ঘটনা নজর তা কেদে নীল...
ক্রমশ 

Saturday, March 17, 2012

Agent Nati Binodini - Part 1


“তা কেমন আছেন মশাই!” চা এর ভাড় এ চুমুক টা দিতে না দিতেই দেখি একটি অল্প বয়েশি মেয়ে আমার দিকে হাত নেডে হাসছে| যদিও এরকম ঘটনা আমার সাথে যে আগে ঘটেনি টা নয়ে, তবু ও কিরম জানি একটু অবাক ই লাগলো | তাও সব রকমের ধারনা মনে থেকে সরিয়ে দিয়ে উত্তর দিলুম, “ভালই, তবে আপনাকে ঠীক চিনলুম না জে....” মেয়েটি আমার দিকে এগিয়ে এশে বললো “টা ঠীক, না চেনার ই কথা, অরম ভাবে একজন আছেন পুরুষ মানুষ কে রাস্তার মাঝখানে হঠাত্‍ করে আমার মত একজন আধ-পাগলী এশে তাড়া করলে হয়েত তাই হয়ে| টা আগুন হবে নাকি?” দেখি আমার সাথে কথা কথা বলতে বলতে মা লক্ষীর দুটি সুন্দর আঙ্গুলের মাঝখানে একটি ক্লাসিক মাইল্ড নড়া চড়া করছে| এবং মা লক্ষী সে বটে, পরনে তার একটি  ঢপ ধপে সাদা শার্ট এবং নীল রঙের জীন্স – দুটোই কোনও শীতলঘর শপিং মল এর সন্তান মনে হয়ে, এবং পুরুষ দের আকর্ষিত করার জন্য শার্টের প্রথম দুটি বোতাম খোলা, যাকে আজকাল কার ছেলে মেয়ে গুলো বলে ‘hotness factor’, এবং তার সুন্দর কাল চুল টাকে অত্রীরিক্ত যত্ন নিয়ে বাঁধা, আর কপালের ওপর আটকানো সাংগ্লাস্স টি যেন তার চুলের বাঁধন এর রক্ষা করছে| তাঁর মুখটি জে খূব সুন্দর টা হয়েত বলা যাবে না, তবে চোখ একটি চাপা রাগ, এবং অল্প শ্যাম বর্ণে তাকে সেটি ওই নভেম্বর এর সকালে মানাচ্ছিল বললেই ভাল|

এইসব ভাবতে ভাবতে পাঞ্জাবীর পকেট থেকে কোনও রকমে লাইটার টি বারকরে মা লক্ষীর সিগারেট টি ধরিয়ে দিলুম|জামা কাপড় দিয়ে দেখতে গেলে কিরম যেন নিজেকে একটু ভিখিরি মনে হচ্ছিল, তবে এই পেশা এ টিকে থাকতে গেলে সেটি জে একটা occupational hazard মেনেই চলে এসেছি এত বছর ধরে| কেসের পর কেস নামাতে গেলে জে ভীড়ের মধ্যে মীশে যাওয়াটাই সবার আগে দরকার, সেটি যদি গিরীশ চন্দ্র ঘোষ না বোঝে, টা বুঝবে বাপু? শুনেছি আজকাল কর মেয়ে গুলো নাকি আমার মত সাদা মাটা পুরুষ মানুষ দের প্রতি অকর্ষিত হয়ে বেশি, কথা টি জে কত টা সত্য সেটি এই মা লক্ষীর আগমন এর আগে ঠীক বুঝছিলুম না মনে হয়ে| মুখে থেকে যেন বেরিয়ে-ই আসছিল, “তা মা লক্ষী, হটাত্‍ এত ভাল দেখতে সব পুরুষ মানুষ ছেড়ে আমার সঙ্গে আড্ডা দিতে এলেন কেন?” কিন্তু কোনও রকমে নিজেকে সামলে বললুম “আপনার মনে হয়ে বেশ জরুরী দরকার আমার সাথে”| মেয়েটি মুচকি হেসে বললো “কী করে বুঝলেন?” “সেটি না জানলে আপনি আমার কাছে আসতেন না মনে হয়ে” আবার হাসি, “ঠীক ধরেছেন মশাই| তা দরকার টি রাস্তার ওপারের Barista-এ বসে আলোচনা করলে কিরম হয়ে?” “ভালই হয়ে, যদিও আমি কিন্তু চা প্রেমী”
কফী শপ এ বসে দার্জিলিং টী এবং capuccino’র চুমুক দিতে দিতে নিজেদের আলাপ গুলো সারা হল| মেয়ে টি নিজের বাগ থেকে একটি কার্ড বার করে আমার দিকে এগিয়ে দিল| Girish Ghosh’s Angels, বেশ কয়েক দিন আগে ছাপানো, কালীঘাট এর একটি ছেলে – আমার একটি কোনও ক্লায়েন্ট আর ভাই – বানিয়ে দিয়েছিলো| কার্ড দেওয়ার পর থেকে মেয়ে আসার সংখ্যা একটু বেড়েছিল ঠীক ই , তবে তাদের কাজের প্রতি টান তা মনে হয়ে কমছে| এবং তাদের দশ দেব না, কারণ ইদানিং কালে কলকাতা শহর আর সেইরকম ভাবে জঞ্জাল মুক্ত নেই| নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন আনন্দ করার জায়েগা, এবং তার সঙ্গে আয়ীন কানূন এর পিণ্ডি চটকান| তাতে collateral damage হয়েত এক আধ বার হতে পারে, কিন্তু প্রত্যেক বার একটি করে বলির পাণ্ঠা জোগাড় করলে পরে আমার ভদ্র সমাজে বাস করে অসম্ভব হয়ে যাবে|
চা এর আরেকটি চুমুক দিয়ে মেয়ে টি কে তার নাম জিগেশ করলুম, যাতে মা লক্ষী বললেন “নন্দা”| নাম টি জে ফাও সেটি বুঝতে আমার দুই সেকন্ড ও লাগলো না, তবে সেটা ফাঁস না করে তাকে প্রশ্ন করলুম “তা নন্দা, আপাতত আমার কাছে কোনও নতুন অফার আসে নি, তবে তোমার মুখ টি দেখলে হয়েত যেকোনো ডিজাইনার লাফিয়ে উঠবে তার শো তে তময়ে নিতে” মুচকি হাসি এবার আরেকটু বেড়ে সে বললো “তা বটে, তবে শুনেছি দু সপ্তাহ পরে সুনীল চ্যাটার্জী একটি শো আছে, তাতে যদি সব মডেল দের লিস্ট না রেডি হয়ে গিয়ে থাকে, তাহলে আমার কথা তা ভাব যেতে পারে কী?” সুনীল চ্যাটার্জীর শো করলে জে কোনও মেয়ের ব ভবিষ্যত্‍ তুঙ্গে চলে যাবে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে নন্দার কথা গুলো শুনে যেন মনে হল সেই হয়েত উল্টে সুনীল কে ধন্য করতে চলেছে তার শো করে| আমার কার্ড তার দিকে চেয়ে থেকে বললুম “মতামটি সব নাম ফাইনাল হয়ে গিয়েছে ঠীক ই, তবে একটি মেয়ে বলছিল তার মা বাবা নাকি ওসব মডেল্লিঙ্গ পছন্দ করে না, তাই ভাচিলুম যদি তার জাএগায়ে তোমাকে নেওয়া জায়ে”
নিতে তো আমাকে ওকে হবেই, কারণ আমি জনতুম তাতেই হয়েত আমাদের দুজন কার ই দরকার মিটবে...

ক্রমশ

Wednesday, March 14, 2012

Warmth in the cold play


Musical training is a more potent instrument than any other, because rhythm and harmony find their way into the inward places of the soul, on which they mightily fasten.

- Plato in The Republic 

Over the last few days, like the last few weeks, months and years, I have been looking to deal with any kind of stress with three things that I find myself comfortable with: photography, writing and music (only listening to it that is). And in this post I want to write about the third area, something that I've never attempted before. Don't worry, it's not about the healing powers of music, but surely about the magic that one band creates - and a lot of us are familiar with the name - Coldplay. In Dhonispeak, wellofcourse, there is nothing new that can be written about Coldplay. But in my defence, all I can say is that this is probably the first time I'm attempting to write about a musical group, or music at all, and the effect that it has on my life.

Led by frontman Chris Martin, this alternative rock (or any genre that you deem fit) band from England has come a long way indeed. And so has my idol worship for Martin & Co gone up. Be it the timbre of Martin's voice or the unusual sounds that Coldplay manages to produce, there is *that* mystical stone locked away in some deep chamber of their instruments and voices, that makes them magical indeed. Like any good band, Coldplay has songs for every mood known to humans. But, the net result on our neural networks and cardiac compartments is the same: bucketloads of positive vibes that you just cannot afford to ignore. And it could be a half a dozen or just one song from their repertoire that you want to listen to, over and over again. A very good example here is Fix You, one of my favourite tracks, which starts off like a melancholic melody but goes on to transform itself into a peppy church choir-type number.

 
Besides, Fix You is one of those Coldplay songs that I don't mind listening to over and over again. And this number deserves special mention more because in the age of social networking, a lot of my friends on Twitter and Facebook (you know who you are) have recommended this song to me whenever I've been down in the dumps. And I've smiled everytime I've listened to their recommendation, knowing fully well that I've heard the song many times before. It's like that warm hug from someone special which you always look forward to.

Along similar lines is The Scientist from the album A Rush of Blood to the Head, which is one of the hugely popular Coldplay tracks, and is something that I search for on YouTube or on my iPod playlist whenever I want to start my day the possible way. And this one stands out with its beautiful lyrics - again not failing to bring a smile on your face.


And of course, when it comes to good sound with beautiful lyrics, who can forget tracks like Speed of Sound, Clocks, The Hardest Part from the albums X&Y and A Rush of Blood to the Head (not in that order though), or even their first big single - Yellow. Their experiments with sounds is something I noticed (and that's just me, may have happened earlier) first in Talk from the album X&Y, which also had a funny video to go with it. In fact, it remains one of the most intriguing Coldplay songs for me yet. This is a song I listen to whenever I want to intentionally twist things in my head.


On more of the wacky sounds, I feel the tempo picked up in the album Viva la Vida or Death and all his Friends, though the title track of this album again has very meaningful lyrics, with highly relevant intonations for this chaotic world that we inhabit. But, in their latest album Mylo Xyloto, released last year, the band seems to have really pushed the envelope in its experiments with sound. Which is why, on hearing some of the track first, I was shocked and outraged in equal parts and kept on asking myself: "Is this the Coldplay I've grown up listening to?". I even got into some arguments with my social networking friends because of this! But all the rage subsided when I went beyond the outer layers that the accompanying lyrics gave meaning to the unusual sound. And that applies to most tracks in the album - be it the more prominent Paradise, Every Teardrop is a Waterfall or Charlie Brown (the video for which was incidentally released on my birthday) or the slightly lesser prominent Princess of China (featuring Rihanna) and Major Minus (and I was listening to the last two on loop while writing this post).



 


Why am I writing this? Just to pay my own tribute to Coldplay? Maybe yes. But as I see it, for someone who has phases in his music listening that swing from progressive metal to dark trance and dubstep, Coldplay seems to be one of the few bands out there that has been a constant in my playlists. Of course, there are so many more bands which experiment with sound, produce songs with splendid lyrics that are rendered by voices as beautiful as Martin's (if not more). But as I said earlier, their is *that* mystical power in the works of Coldplay that makes fans like me stick on to them, no matter what. As a fanboy, let me add the mandatory sentence that "I'm sure Coldplay will continue to create magic like this in future as well." But more importantly, as my friends on Twitter are aware by now, if there is on shrine I had to build, it would be for this band, because for timeless songs like theirs, no one would mind being "stuck in reverse", would they?

Wednesday, March 7, 2012

Just so you know

For the last 24 hours or so, I've been experiencing a strange mood swing, the exact cause of which I'm yet to pinpoint (maybe slow internet or too much internet). And as usual, that foul mood ended up manifesting itself in my tweets as well, much against my wishes. You could say this is a weakness on my part, or that I have 'no life' and end up taking social media too seriously. Well, you are right for the most part, just that I do have a life outside Twitter and Facebook, maybe that part of my life has reduced in size considerably over the last few years. Yes that has been a shortcoming on my part - to not build an alternative life offline. And this is probably not a kind of blogpost you will expect from someone who gets by with mostly flippant or funny tweets 24x7.

Due to my bad mood, I ended up not replying or sending sarcastic replies to some people whom I interact regularly with on Twitter. But most importantly, I ended up doing something totally against my social media character - I added protection to my tweets. A lot of you asked me why I did it. Well, all I can tell you is that there are some of you out there who take Twitter in the diametrically opposite way that I do - too casually. Honestly, even I may Twitter too casually at times. But that's where the difference is. Hence, such kind of people feel that if a person comes online with a certain persona, that should stick to him or her for the entire duration of his or her social media existence. Hence, if I am someone who cracks jokes often, that's what I should be doing as long as I tweet, and if I happen to say anything on the serious or emotional side - it should be dealt with as you do normally - in a flippant manner. And of course, there is the more well-known category other than me which takes social media too seriously - trolls. Of course, trolls should not be taken seriously, and are only here to rile us, so that they can have their share of fun. But, if we go through a typical analysis of a troll, a lot of written material on which is available on the internet, we may across this conclusion mostly that a troll is possibly a freckled teenager or a lonely housewife trying to make use of their abundant free time by spewing venom on others. Well, I've been guilty of trolling some social media or even real life celebrities/brands on Twitter myself. But in my defence, the number of instances have been far less than your average troll.

Coming back to my mood swing, I'm taken aback at this turn of events myself. And I'm genuinely sorry for my rash behaviour all this while. Maybe this is some kind of confession oriented blogpost but I felt the need to do it, hence. Also, I can't thank the person enough (you know who you are) who took the effort to calm me down via DMs (not to say rest of my Twitter friends are insensitive, since others have helped me out on other occasions as well). And I sincerely apologise to those who had to bear the brunt of my mood swing. As I write this, I'm trying my best to come out of this phase. After reading this, a lot of you may suggest that I take some time off Twitter and focus on my offline life more. Maybe I will do that, but let time be the best judge of that. Unlike a lot of talented people out there who I know, I'm not capable enough to hide my emotions or lead a completely impersonal online life (not being sarcastic). Maybe I should work towards that, but till that happens, hope all of you out here in the world of 140 will continue to accept me the way I am and not expect too much from me. Thank you all.